ভালোবাসার রং কি ? আর সবাই লাল ই বলে কেন???
লাল রঙ! সবার কাম্য ও প্রিয়। অনেকেই এঁকে ভালোবাসার, রোমান্সের, প্রেমের, সাহসের, বিপদের ও আরো অন্যান্য ভাবে আখ্যায়িত করেছেন। লাল রঙের অপরূপ সৌন্দর্য মাধুরী বিস্মিত করে আমাদের, তবে জানেন এর একটি অন্যরকম তাৎপর্য রয়েছে? লাল যে নারীকে আরো মহনীয় করে তোলে?
লাল রং অনেক মেয়েরই পছন্দের রং। বলা হয়ে থাকে ভালোবাসার রং হচ্ছে লাল রং। যে কোন মেয়েকেই লাল রঙটিতে অনেক সুন্দর দেখায়। এখন বিভিন্ন ধরনের ফাংশনে আমাদের দেশে লাল রঙকেই বেশি নির্বাচন করে। কারন লাল রং যেভাবে অন্যকে আকর্ষিত করে অন্য রং ততটা করে না। বিবাহ থেকে শুরু করে ভালবাসা দিবস যে কোন কিছুতে লাল রঙকেই বেশি প্রাধন্য্ দিয়ে থাকে।
বর্তমানে ভালবাসা দিবস সকল তরুন তরুণীদের কাছে অনেক আকাঙ্ক্ষার দিবস। এই দিবসে প্রেমিক প্রেমিকারা একসাথে ঘুরে বেড়ায়। আর এই দিবসে মেয়েদের পছন্দের রং হল লাল। প্রেমিকের চোখে নিজেকে সুন্দর দেখাতে কে না চায়। তাইতো নিজেকে লাল রঙের পোশাকের সাথে নিজেকে উপস্থাপন করে ভালবাসার মানুষটির সামনে। আর লাল রঙটিও সহজেই মনের মানুষ কে কাছে টানে।
লাল রঙের শাড়ি, সালোয়ার কামিজ, কুর্তি যে কোন কিছুতে যেন লাল রঙের জুরি নেই। লাল রঙের শাড়ি যে কোন মেয়েকেই অনেক আকর্ষণীয় করে তোলে। এখন সচারচর মেয়েরা লাল রঙের জর্জেটের শাড়ি, নেটের শাড়ি , জামদানি শাড়ি সবচেয়ে বেশি পছন্দ করে থাকে। শুধু ভালবাসা দিবসেই না বৈশাখী মেলায় বেশিরভাগ মেয়েরাই লাল রঙের শাড়ি, থ্রি-পিছ পরে থাকে।
নারীর পরনে লাল রঙের পোশাক কেবল রুচি বা ফ্যাশনই নয়, আরও বেশি কিছু প্রকাশ করে। নারীরা সবচেয়ে আকর্ষণীয় পোশাক পড়তে পছন্দ করে। এর জন্যই বেশিরভাগ মেয়েরা লাল রং পছন্দ করে। লাল রং মনের সচেতন এবং অবেচতন অবস্থায় এক ধরনের উদ্দিপনা তৈরি করতে পারে। তার পছন্দের মানুষকে নিজের প্রতি আকর্ষণ করার জন্য লাল রঙের পোশাক পরিধান করে থাকে।
হয়ত আপনার প্রিয় রঙ নীল কিংবা বেগুনি। তাই পছন্দ অনুযায়ী সেই রঙের পোষাকই পরেন বেশি। কিন্তু সাম্প্রতি এক গবেষনায় যা বেরিয়ে এসেছে তা দেখে আপনি দ্বিধায় পড়ে যাবেন। আপনাকে কি আকর্ষনীয় মনে করে পুরুষরা? এমন চিন্তা হওয়াটাই স্বাভাবিক। আর নারীরা সাজে কার জন্য? অবশ্যই তার পছন্দের মানুষের জন্য। এর উপর যদি জানতে পারেন নারীদের কে লাল একধাপ বেশি সুন্দর করে তোলে। তাহলে তো কথাই নেই। যে কোন মেয়ে এক্ষেত্রে তাহলে লাল রঙকেই এগিয়ে রাখবে।
গবেষণার ফলাফল টা ছিল এমন যে নারীকে লাল রঙ্গে মহনীয় ও লোভনীয় দেখায়। অনেক বেশি সুন্দর ও আকর্ষণীয় ও বটে। কেননা, এতদিন লাল রঙ-কে শুধু সাহস, উৎসর্গ, শক্তি আর চেতনার রঙ হিসাবে বর্ণনা করা হতো। কিন্তু গবেষনায় দেখা যাচ্ছে, লাল রঙ নারীদের পুরুষের চোখে অনেক বেশি আকর্ষনীয় করে তোলে।
সুন্দরী নারীরা লাল পোশাক পরলে পুরুষের চোখে আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠেন। তবে পুরুষ দৃষ্টি যাকে অসুন্দর মনে করে, তাঁদের ক্ষেত্রে লাল পরিধান কোনো প্রভাব ফেলে না।
কাজেই, পুরুষদেরকে আকর্ষণ করতে চাইলে লাল রঙ হতে পারে সুন্দরী নারীদের অব্যর্থ হাতিয়ার। এমনকি লাল রঙের প্রসাধনী লিপ্সটিক, শেড কিংবা অর্নামেন্টস গুলোও নারী কে আবেদনময়ী করে তোলে।
লাল রঙের পোশাকের সাথে রয়েছে একে অপরের একটি প্রত্যক্ষ সংযোগ। কেবল লাল পোশাক নয়, লাল রঙের কিছু নারীর সাথে থাকলেও তা পুরুষকে সমানভাবে আকর্ষণ করে! না, এই কথা আমরা বলছি না। নিউইয়র্কের সিটি ইউনিভার্সিটি-এর একটি গবেষণায় উঠে এসেছে এমন চমকপ্রদ তথ্য। গবেষণা বলছে, লাল পোশাকে নারী হয়ে ওঠেন পুরুষের জন্য অনেক বেশি আকাঙ্ক্ষার পাত্রী।
বর্তমানে ডিজাইনাররা প্রেমিক প্রেমিকাদের কথা মাথাই রেখেই বর্তমানে লাল রঙের বিভিন্ন ধরনের চমৎকার সব পোশাক বাজারে এনেছে। ফতুয়া, লেহেঙ্গা, সালোয়ার কামিজ ইত্যাদি। বিবাহের সময় মেয়েরা লাল রঙের লেহেঙ্গা পড়ে আরও আকর্ষণীয় রুপে বরের সামনে আসে। তাইতো পৃথিবীর সবদেশেই ভালোবাসার রঙ হিসাবে লাল রংকেই চিহ্নিত করা হয়েছে।